শরীয়তপুর জেলার পুলিশ অফিসটি ৮০ নং ধানুকা মৌজায় ১.৬৪ একর জমির (মিউটেশন করা এবং নিয়মিত ভূমিকর প্রদান করা হয়।) জমিতে ১৯৮৭ সালে নির্মিত হয়। গত ০৫/১০/২০১৮খ্রিঃ তারিখ ১ম তলার পূর্বে পাশে বাথরুমের সম্পুর্ণ ছাদের কংক্রিট হঠাৎ বিকট আওয়াজে ভেঙ্গে পড়ায় গত ২৮/০৭/২০১৯ খ্রি: তারিখে অনুষ্ঠিত জেলা কনডেমনেশন কমিটির সভায় ভবনটি কনডেম ঘোষনা করা হয়। পরিত্যাক্ত ভবনের পরিবর্তে নতুন অফিস ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় পত্র প্রেরণ করা হয়েছে। পালং মডেল থানা সংলগ্ন নবনির্মিত পুলিশ অফিসার্স ডরমিটরী ভবনে বর্তমানে অস্থায়ীভাবে অফিস কার্যক্রম চলছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস