Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড
১। শরীয়তপুর পুলিশ লাইন্স রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)
গত ১২/১১/২০২০ খ্রিঃ তারিখ বৃহস্পতিবার সকাল ০৯:০০ টায় জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা মহোদয় শরীয়তপুর পুলিশ লাইন্স রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন এবং পুলিশ লাইন্সে অনুষ্ঠিত প্যারেড সহ পুলিশ ব্যারাক, যানবাহন শাখা, অস্ত্রাগার, রেশন স্টোর এবং পুলিশ লাইন্সের বিভিন্ন শাখা পরিদর্শন করেন।
এ সময় মাননীয় ডিআইজি মহোদয়কে জেলা পুলিশের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন পুলিশ সুপার, শরীয়তপুর জনাব এস. এম. আশরাফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন জনাব তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল), শরীয়তপুর, জনাব এস. এম. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল), শরীয়তপুর, জনাব তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), শরীয়তপুর, জনাব আমিনুর ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল), শরীয়তপুর, জনাব ড. মনিরুল ইসলাম, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, পুলিশ লাইন্স, শরীয়তপুরসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থাকিয়া পরিদর্শনে সহযোগিতা করেন।
 
২। ১২/১২/২০২০ খ্রিঃ শনিবার দুপুর ১২:০০ টায় পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে পুলিশ সুপার, শরীয়তপুর জনাব এস. এম. আশরাফুজ্জামান মহোদয় শরীয়তপুরে তৃতীয় লিঙ্গ হিজড়াদের মাঝে খাদ্য দ্রব্য চাউল বিতরণ করেন।

এ সময় পুলিশ সুপার বলেন সমাজে আমার যেমন মানুষ, তৃতীয় লিঙ্গের হিজড়ারাও তেমনি আমাদের মতই মানুষ। তাঁদেরও সমাজে অধিকার রয়েছে সকলের মত স্বাভাবিক ভাবে চলার। করোনা ভাইরাসের কারনে অনেকেই উপার্জনহীন হয়ে পড়েছেন। তাই আমরা জেলা পুলিশের পক্ষ থেকে পালং থানা এলাকার ১৪ জন হিজড়াদের মাঝে ১০০ (একশত) কেজি চাউল প্রদান করলাম, যাতেকরে তাঁরা কিছুদিন ভালোভাবে খেতে পারে। এছাড়াও হিজড়াদের মাঝে পর্যায়ক্রমে আরো সাহায্য প্রদান করা হবে বলে জানান পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন জনাব আসলাম উদ্দিন, অফিসার ইনচার্জ, পালং মডেল থানা, শরীয়তপুর, জনাব আনোয়ারুল ইসলাম, পুলিশ পরিদর্শক ( অপরাধ শাখা), পুলিশ সুপারের কার্যালয়, শরীয়তপুর, জনাব আজহারুল ইসলাম, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, শরীয়তপুর, জনাব মোঃ মতিউর রহমান, আরও-১, রিজার্ভ অফিস, পুলিশ লাইন্স, শরীয়তপুরসহ উপস্থিত জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।